পোস্টগুলি

#এলআইসি বিমা সখী যোজনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বীমা সখী যোজনা

ছবি
মহিলাদের জন্য মাসে ৭০০০ টাকা নিশ্চিত আয়ের সুবর্ন সুযোগ নিয়ে এসেছে এল আই সি, বিমা সখী যোজনা এলআইসি বিমা সখী যোজনা সম্পর্কে সম্পুর্ন জানতে  অবশ্যই  শেষ পর্যন্ত পড়ুন ।  এলআইসি বিমা সখী যোজনা হল ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (এলআইসি) কর্তৃক চালু করা একটি উদ্যোগ, যার লক্ষ্য হল মহিলাদের বীমা এজেন্ট হিসেবে প্রশিক্ষিত করে তাদের ক্ষমতায়ন করা। ৯ ডিসেম্বর, ২০২৪ সালে চালু হওয়া এই প্রকল্পটি বিশেষত গ্রামীণ এলাকায় আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে। আরো বিস্তারিত জানতে পড়ুন এই যোজনার মূল দিকগুলো নিচে উল্লেখ করা হলো: যোগ্যতা:  * বয়স: ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলা। * অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।   * শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ। গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। * পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষটাকার কম।    * অযোগ্যতা: বিদ্যমান এলআইসি এজেন্ট বা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত এলআইসি কর্মচারী বা প্রাক্তন এজেন্টদের আত্মীয়রা যোগ্য নন। বিদ্যমান এলআইসি এজেন্টরা আবেদন করতে পারবেন না। সুব...