পোস্টগুলি

সবুজ দ্বীপ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সবুজ দ্বীপের সবুজ স্বপ্ন

ছবি
  সবুজ দ্বীপের স্বপ্ন ছোট্ট দ্বীপ ‘সবুজ দ্বীপ’ তার নামটির মতোই ছিল মনোরম। ঘন সবুজ বনানী, স্বচ্ছ নীল জল আর পাখির কলকাকলিতে মুখরিত এক শান্তিময় জগৎ। দ্বীপের মানুষের জীবন ছিল প্রকৃতির সাথে বাঁধা। তারা মাছ ধরত, ফলমূল সংগ্রহ করত আর সহজ সরল জীবন যাপন করত। একদিন, দ্বীপের তীরে এসে ভিড়ল এক বিশাল দৈত্যাকার  জাহাজ। জাহাজে করে এল কিছু অচেনা মানুষ, যাদের হাতে ছিল অদ্ভুত সব যন্ত্রপাতি। তারা দ্বীপের একপাশে কারখানা তৈরি করতে শুরু করল। দ্বীপের মানুষ প্রথমে অবাক হলেও, ধীরে ধীরে কারখানার কাজ বাড়তে লাগল। কারখানার চিমনি থেকে বের হতে শুরু করল কালো ধোঁয়া, যা ধীরে ধীরে দ্বীপের আকাশকে বিষিয়ে তুলল। স্বচ্ছ জল ঘোলাটে হল, আর তাতে মেশা রাসায়নিক বর্জ্য মাছদের মেরে ফেলতে শুরু করল। বনের গাছপালা মরতে শুরু করল, পাখির কলরব কমে গেল। সবুজ দ্বীপ ধীরে ধীরে তার সৌন্দর্য হারাতে বসল। দ্বীপের এক ছোট্ট ছেলে, অয়ন , প্রকৃতির এই পরিবর্তন দেখে খুব কষ্ট পেল। সে রোজ দেখত আকাশ কালো হচ্ছে, নদী দূষিত হচ্ছে আর তার প্রিয় গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে। অয়নের মনে প্রশ্ন জাগল – কেন এমন হচ্ছে? কারা এর জন্য দায়ী? একদিন, অয়ন তার দাদু...