পোস্টগুলি

#after-madhyamik লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨

ছবি
  মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর  জন্ম🎨 মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে অপ্রত্যাশিতভাবে অনেকটা ফাঁকা সময় হাতে পেলাম। এতদিন পরীক্ষার চাপের মধ্যে অন্য কিছু করার সুযোগ মেলেনি। তাই এত দীর্ঘ অবসর পেয়ে কী করব, তা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম। অবশেষে মনে পড়ল ছোটবেলার সেই রঙিন দিনগুলোর কথা, যখন ছবি আঁকার প্রতি আমার একটা আলাদা টান ছিল। এমনকি কিছু কিছু Drawing Competition এ নাম দিতাম এবং সেগুলোতে অনেকবার প্রথম,দ্বিতীয় অথবা তৃতীয় স্থান পেয়েছিলাম।তাই আর দেরি না করে পরের দিনই বইপত্র সরিয়ে, খাতা আর রং নিয়ে বসে গেলাম। ছবি আঁকতে শুরু করার পরে বুঝলাম, এত দিন ধরে যে আনন্দটা মিস করছিলাম, সেটা যেন আবার ফিরে এল। ঘণ্টার পর ঘণ্টা কিভাবে কেটে যাচ্ছে, টেরই পাচ্ছি না। ইতিমধ্যেই বেশ কিছু ছবি এঁকে ফেলেছি। ভিডিও দেখতে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন আঁকতে আঁকতে মনে হল, কেন না এই ছবিগুলো আমার কাছের মানুষদের সাথে ভাগ করে নেওয়া যাক? ফ্যামিলি আর বন্ধুদের কাছে আমার এই নতুন শখের কথা জানাতে ইচ্ছে হল। সেই ভাবনা থেকেই জন্ম নিল আমার ইউটিউব চ্যানেল –"Trishna...

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার নতুন পথের হাতছানি। বিজ্ঞান, কলা, বাণিজ্য নাকি ভোকেশনাল

ছবি
  মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার নতুন পথের হাতছানি। বিজ্ঞান, কলা, বাণিজ্য নাকি ভোকেশনাল  মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার নতুন পথের হাতছানি। বিজ্ঞান, কলা, বাণিজ্য নাকি ভোকেশনাল - আপনার জন্য কোন শাখাটি সঠিক? ভবিষ্যতের স্বপ্ন পূরণে কোন পথে এগোবেন? আসুন, এই পোস্টে মাধ্যমিকের পরের বিভিন্ন শিক্ষাপথের সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা যাক। আপনার আগ্রহ ও লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে সঠিক সিদ্ধান্ত নিতে এই তথ্যগুলি সহায়ক হতে পারে। মাধ্যমিকের পরে, পড়াশোনা করার জন্য আপনার সামনে অনেকগুলো রাস্তা রয়েছে। আপনি আপনার আগ্রহের ও ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারেন। নীচে কয়েকটি বিকল্প দেওয়া হলো:  * উচ্চমাধ্যমিক #Higher Secondary, উচ্চমাধ্যমিক হলো মাধ্যমিকের পরের স্তর, এবং উচ্চশিক্ষার পূর্ববর্তী একটি শিক্ষাস্তর। এটি সাধারণত দুই বছর মেয়াদী একটি কোর্স যা দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা সম্পন্ন করে। এই স্তরটি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে এবং বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। উচ্চমাধ্যমিকে প্রধানত তিনটি দিক আছে।  ১) বিঞ্জান বিভাগ...