ভাগ্য কি সত্যিই আপনার হাতের মুঠোয়?

ভাগ্য কি সত্যিই আপনার হাতের মুঠোয়? সংখ্যাতত্ত্বেরমাধ্যমে জেনে নিন আপনার জীবনের সেই বিশেষ সংখ্যাটি, যা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।" আমরা প্রায় প্রতিমুহূর্তে আমাদের ভাগ্যে যাচাই করার চেষ্টা করি। তাই কোনো রকম নাম্বারের সাথে যুক্ত পন্য কেনার ক্ষেত্রে যেমন ল্টারী,মোবাইলের সিম নাম্বার, গাড়ির নাম্বার তখন আমরা আমাদের লাকী নাম্বারের পন্যটি খোঁজার চেষ্টা করে থাকি। আর নিজের লাকী নাম্বারের সাথে ম্যাচিং পন্য পেয়ে থাকলে মনের মধ্যে একটা খুশির অনুভুতি প্রকাশ পায়। যারা ভাগ্যে বা জোতিষ শাস্ত্রে বিশ্বাসী তাদের কাছে শুভ সংখ্যা বা ( #Lucky Number,) একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে নিজের শুভ সংখ্যা নিজেই বিচার করার কিছু কৌশল। সবার শুভ সংখ্যা নিজের নিজের জন্ম তারিখেই লুকিয়ে আছে । সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি সংখ্যার একটি বিশেষ অর্থ আছে এবং এটি আপনার ব্যক্তিত্ব ও ভাগ্যকে প্রভাবিত করতে পারে। এমনই ভাগ্যে বিশ্বাস করেন প্রায় ৯০ শতাংশ মানুষ। আপনার জন্ম তারিখ থেকে আপনার শুভ সংখ্যা খুঁজে পাওয়ার পদ্ধ...