পোস্টগুলি

Snake plants লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জানুন এই গাছের গুনাগুন জানলে, অবাক হবেন।

ছবি
খুবই গুনকারী একটি গাছ এই গাছের গুনা গুন জানতে অবশ্যই সম্পুর্ন অনুচ্ছেদ টি ভালো করে খতিয়ে পড়ুন।  দিন ও রাতে অক্সিজেন সরবরাহ করে এমন অনেক গাছ আছে কিন্তু তার মধ্যে স্নেক প্ল্যান্ট (Snake Plant)  হলো একটি বিশেষ  উল্লেখযোগ্য প্ল্যান্ট কারন এই গাছ বিনা যত্নে বেড়ে ওঠা একটি জনপ্রিয় এবং সহজে পরিচর্যা করা যায় এমন একটি গৃহস্থালী গাছ। :*  অন্যান্য নাম : * কেউ কেউ আবার মনে  করেন এই গাছ থেকে বিশেষ কোনো গন্ধ বার হয় তাই এই গাছ বাড়িতে থাকলে  সেই 'বাড়িতে ভুলেও সাপ ঢোকে না। তাই একে সাপ তাড়ানো গাছ  বলা হয়ে থাকে।  * তা ছাড়া এর লম্বা জীহ্বার মতো পাতার জন্য শাশুড়ীর জিভ নামেও পরিচিত।  * উপকারীতা :  *  গাছ সাধারণত দিনের বেলায় অক্সিজেন ত্যাগ করে কিন্তু এই গাছটি রাতেও অক্সিজেন ত্যাগ করে এবং বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস পরিশোধন করে পরিবেশকে দূষণ মুক্ত করতে   সাহায্যে করে  টক্সিনের মতো ক্ষতিকারক গ্যাস দূর করতে সাহায্য করে। * উৎপত্তি:    *  পশ্চিম আফ্রিকা, এখন ভারত বাংলাদেশে প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়।  * বৈশিষ্ট্য:  *...