মাধ্যমিকের পরে কী,?
আর কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে, বর্তমান সময়ে সরকারি চাকরির প্রতিযগিতা অনেক বেশি, থাকায়, মাধ্যমিকের পরে কী নিয়ে পড়াশোনা করবে সেটা প্রায় সমস্ত অভিভাবক ও ছাত্র ছাত্রী দের মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে থাকে। মাধ্যমিকের পরে ভোক্যাশনাল বা কারিগরি শিক্ষা একটি ভালো বিকল্প দিক হতে পারে। বিশেষ করে যদি আপনার নিদিষ্ট কোনো আগ্রহের দিক থাকে তাহলে ভোক্যাশনাল নিয়ে পড়াশোনা করে বেশ কিছু সুবিধা রয়েছে। * সুবিধাগুলো শিক্ষার্থীদের কর্মমুখী হতে এবং দ্রুত জীবিকা অর্জন করতে সাহায্য করে। নিচে কয়েকটি প্রধান সুবিধা উল্লেখ করা হলো: কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি: * ভোকাশনাল কোর্সগুলি সাধারণত নির্দিষ্ট শিল্প বা পেশার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে । এর ফলে কোর্স শেষ করার পরেই শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ে। এই ধরনের কোর্সে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে প্রাক্টিক্যাল প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ করার সুযোগ পায়, যা তাদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। পশ্চিমবঙ্গ তথা...