জানেন কী? বুড়ো বয়সেও রাজার হালে থাকতে! জানুন নিশ্চিত ভালো আয়ের চাবিকাঠি।

জানেন কী? বুড়ো বয়সেও রাজার হালে থাকতে! জানুন নিশ্চিত ভালো আয়ের চাবিকাঠি। পিএম-এসওয়াইএম (PMSYM) অ্যাকাউন্ট হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার অধীনে খোলা একটি পেনশন অ্যাকাউন্ট। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা ৬০ বছর বয়সের পর একটি নিশ্চিত মাসিক পেনশন পেতে পারেন। কারা এই অ্যাকাউন্টের জন্য যোগ্য: এই পেনশন যোজনার জন্য নিম্নলিখিত ব্যক্তিরা যোগ্য: * অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক (যেমন: নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, গৃহকর্মী, হকার, ইট ভাটার শ্রমিক, বিড়ি শ্রমিক, ইত্যাদি)। * আবেদন কারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। * যাদের মাসিক আয় ১৫,০০০ টাকার কম। * যারা অন্য কোনও সরকারি পেনশন scheme (যেমন NPS, ESIC, EPFO) এর সদস্য নন। * যারা আয়কর প্রদান করেন না। এই অ্যাকাউন্টের সুবিধা: * মাসিক পেনশন: ৬০ বছর বয়স হওয়ার পর গ্রাহকরা প্রতি মাসে কমপক্ষে ৩,০০০ টাকা পেনশন পাবেন। * পরিবার পেনশন: পেনশন পাওয়ার সময় গ্রাহকের মৃত্যু হলে, তার স্ত্রী/স্বামী পেনশন পরিমাণের ৫০% হারে পারিবারিক পেনশন পাবেন। ...