পোস্টগুলি

Ronini লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জঙ্গলমহলে রহণী পরব: জ্যৈষ্ঠের তেরো দিনে নতুন কৃষিবর্ষের সূচনা

ছবি
জঙ্গলমহলে রহণী পরব: জ্যৈষ্ঠের তেরো দিনে নতুন কৃষিবর্ষের সূচনা "বার দিনে বারনী তেরো দিনে রহনী প্রবাদের আজ  রহনী পরব পালিত হচ্ছে  পুরুলিয়া,  বাঁকুড়া,  মেদিনীপুর ও ঝাড়খন্ডের কিছু এলাকায়।  জঙ্গলমহলে রহনী পরব খুবই  আলোড়নের সাথে পালিত হয়। এই উৎসব প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে পালিত হয় এবং এই দিনেই কৃষিবর্ষের আরম্ভ হয়।  রহণী  পরব রোহিণী, রহিনী  বা  রহইন নামেও পরিচিত।  রহিনী পরবের কিছু গুরুত্বপূর্ণ দিক: কৃষিভিত্তিক উৎসব: এই পরবের মূল উদ্দেশ্য হল বীজ বপন করা এবং ভালো ফসলের কামনা করা। কৃষকদের বিশ্বাস, রোহিণী নক্ষত্রে  বীজ বপন করলে শস্য উৎপাদনে কোনো বাধা থাকে না ও ফসলের রোগ ও পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না।  তাছাড়াও   রোহিনী পরবের  শুভলগ্নে সমস্ত চাষি একযোগে চাষের শুভারম্ভ করা ।  আচার অনুষ্ঠান : *এই দিন ভোর বেলায় বাড়ির মহিলারা উঠানে গোবর জল ছড়া দিয়ে  উঠান ও পাশাপাশি রাস্তা  পরিস্কার  করেন। তারপর চাষের জন্য মাটি ও সাউড়া গাছের ডাল সংগ্রহ করে নিয়ে ঘরের কোনায় ও তুলুসী তলায় রাখেন।  স...