জঙ্গলমহলে রহণী পরব: জ্যৈষ্ঠের তেরো দিনে নতুন কৃষিবর্ষের সূচনা

জঙ্গলমহলে রহণী পরব: জ্যৈষ্ঠের তেরো দিনে নতুন কৃষিবর্ষের সূচনা

"বার দিনে বারনী তেরো দিনে রহনী প্রবাদের আজ  রহনী পরব পালিত হচ্ছে  পুরুলিয়া,  বাঁকুড়া,  মেদিনীপুর ও ঝাড়খন্ডের কিছু এলাকায়।  জঙ্গলমহলে রহনী পরব খুবই  আলোড়নের সাথে পালিত হয়। এই উৎসব প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে পালিত হয় এবং এই দিনেই কৃষিবর্ষের আরম্ভ হয়।  রহণী  পরব রোহিণী, রহিনী  বা  রহইন নামেও পরিচিত। 

রহিনী পরবের কিছু গুরুত্বপূর্ণ দিক:

কৃষিভিত্তিক উৎসব: এই পরবের মূল উদ্দেশ্য হল বীজ বপন করা এবং ভালো ফসলের কামনা করা। কৃষকদের বিশ্বাস, রোহিণী নক্ষত্রে  বীজ বপন করলে শস্য উৎপাদনে কোনো বাধা থাকে না ও ফসলের রোগ ও পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না।  তাছাড়াও   রোহিনী পরবের  শুভলগ্নে সমস্ত চাষি একযোগে চাষের শুভারম্ভ করা । 

আচার অনুষ্ঠান :

*এই দিন ভোর বেলায় বাড়ির মহিলারা উঠানে গোবর জল ছড়া দিয়ে  উঠান ও পাশাপাশি রাস্তা  পরিস্কার  করেন। তারপর চাষের জন্য মাটি ও সাউড়া গাছের ডাল সংগ্রহ করে নিয়ে ঘরের কোনায় ও তুলুসী তলায় রাখেন।  সাউড়া গাছের পাতায় পোকার আক্রমণ থেকে  ফসলের সুরক্ষিত রাখে বলে  কৃষকরা  করেন। 

*এই দিনে লক্ষী ঠাকুরের  পদ চিহ্নের ছবি এঁকে লক্ষী ঠাকুরের আরাধনা করা হয়। তারপর জমিতে ধানের নিয়ম করে  বীজ বোনা হয়। 

* বন থেকে বা আষঢ়্যা ফল সংগ্রহ করে আনেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ফল খেলে নাকি  শরীরে রোগপ্রতিরধের ক্ষমতা বাড়ে ও বিষের পতিক্রিয়া থেকে মুক্ত থাকতে পারে  চাষের কাজের  সময় বিভিন্ন  পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পাওয়া যায়। ও এটি এক ধরনের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে বলেও মনে করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী। 

সাংস্কৃতিক অনুষ্ঠান:

* এই দিন আট থেকে আশি  সবাই বিভিন্ন ভাবে সেজেগুজে ঢাক, ঢোল, তাল পাতার বাঁশি, বাজিয়ে   নাচে গানে মেতে উঠেন।  নাচ গান শেষে ভোজের আয়োজন করা হয়ে থাকে। 

রহনী নাচের দৃশ্য
খাওয়া দাওয়া :

*আসকে পিঠে, পায়েস, আষাঢ়্যা ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, খাওয়ার আয়োজন করা হয়ে থাকে সাধ্যমতো। 

পরিবেশ-বান্ধব উৎসব উদযাপন:

*  এই পরব একটি কৃষিভিত্তিক পরব,  এই উৎসব উদযাপনে তেমন কোন ক্ষতিকারক দিক নেই।  সাজসজ্জা  সবই  পরিবেশ বান্ধব তাই  পরিবেশের ক্ষতি না করে সেদিকে লক্ষ্য বজায় রাখা আমাদের কর্তব্য। 

 #localfestival, #RohiniParab,#RuhainParab,#AgriculturalFestival,#Junglemahal,#Purulia,#Bankura, #PaschimMedinipur, #WestMedinipur,#Jharkhand, #FarmersFestival, #NewAgriculturalYear, #IndianTraditions, #RuralIndia, #FarmingCommunity,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨

ভাগ্য কি সত্যিই আপনার হাতের মুঠোয়?

জানুন এই গাছের গুনাগুন জানলে, অবাক হবেন।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে কিছু ওয়েবসাইটের Link

বাঙালির জীবন জুড়ে থাকা এক সরল সঙ্গী - উপকারী না অপকারী?

মাধ্যমিকের পরে কী,?

জানেন কী? মহাকাশের অজানা তথ্য

Madhyamik Result 2025

বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করা প্রয়োজন