পশ্চিমবঙ্গে পি এম কিষাণ রেজিষ্ট্রেশন কবে শুরু হবে
পশ্চিমবঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে চালু । আগ্রহী কৃষকরা সরকারি পোর্টালে (pmkisan.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য প্রয়োজনীয় নথিগুলি হল:
* আধার কার্ড
* জমির নথি
* ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর
* মোবাইল ফোন নম্বর
অনলাইনে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
* প্রথমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
* ওয়েবসাইটে ‘ফার্মার্স কর্নার’ অপশনে ক্লিক করতে হবে।
* ‘নতুন কৃষকের রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করে আধার কার্ড ও মোবাইল ফোনের নম্বর দিতে হবে।
* এবার আপনার মোবাইল ফোনে একটি OTP আসবে, সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।
* এরপর, ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
* সবশেষে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন।
এছাড়াও, কৃষকরা স্থানীয় কৃষি দফতরে বা কোমন সারভিস সেন্টারে এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।
#pm kisan, #PMKisanYojana,#KisanSammanNidhi
,#FarmersSupport,#IndianFarmers,
#AgricultureIndia,
#FarmerWelfare,#DirectBenefitTransfer
, #AgricultureScheme,#RuralDevelopment
,#FarmIncome,
, #SupportFarmers,
#Annadata (the one who provides food,
#JaiKisan (Victory to the farmer,
#ModiGovt (if you want to associate it with the current government,
#NewIndia (in the context of government initiatives),
* #AtmaNirbharBharat
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন