Madhyamik Result 2025

 

অবশেষে অপেক্ষার অবসান! মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২ মে, ২০২৫। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা।

 "অবশেষে প্রতিক্ষার প্রহর গোনা শেষ" পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ( WBBSE) মাধ্যমিক পরিক্ষার  ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। 02/05/2025 তারিখে, 

"অবশেষে অপেক্ষার অবসান"মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে 02/05/2025 ছাত্র ছাত্রী তথা অভিভাবকদের  মধ্যে একটা চাপা আবেগ, মাধ্যমিক পরিক্ষার জন্য দীর্ঘদিনের একটা প্রস্তুতি,  রাতজেগে পড়াশোনা, টিউশন থেকে ফিরে আর স্কুলের টাইমে স্কুলে ঢুকতে হবে,  বিকালে কোচিং,  খাওয়ার নাওয়ার জন্য সময় টুকুও বোধহয় হারিয়ে গিয়েছিল, অবশেষে কঠোর পরিশ্রমের ফল প্রকাশ হতে চলেছে। মাধ্যমিক পরিক্ষার রেজাল্টের গুরুত্ব অনেক বেশি কারন এই ফলাফল শুধু একটি সংখ্যা বা গ্রেড নয়, এই রেজাল্টের উপর নির্ভর করছে জীবনের প্রতিষ্ঠিত হবার ধাপ গুলো। 

মাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২ মে, ২০২৫ তারিখে প্রকাশিত হবে।

সকাল ৯টায় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। তারপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইটএবং অন্যান্য অনুমোদিত ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবে।নিজের বাড়ির মোবাইল থেকে ওই সব ওয়েবসাইট ভিজিট করে  মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাওয়া যাবে। 

রেজাল্ট দেখার জন্যে কী কী প্রয়োজন :-

রেজাল্ট দেখার জন্য, সাধারণত রোল নম্বর এবং জন্মতারিখের প্রয়োজন হবে। ফল প্রকাশের দিন এই ওয়েবসাইটগুলিতে সকাল 9 টা 45 মিনিটে  ফলাফল দেখার লিঙ্ক সক্রিয় হবে।


মাধ্যমিকের রেজাল্ট দেখতে নিচের LINK এ যানএকাধিক Link দেওয়া আছে সব গুলোতেই খুঁজে দেখুন।  

1. এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অফিসিয়াল ওয়েবসাইট।

2. এটি পশ্চিমবঙ্গ পরীক্ষার ফলাফল দেখার জন্য আরেকটি সরকারি ওয়েবসাইট।

এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে রেজাল্ট দেখতে পাওয়া যাবে। নিচে লিস্ট দেওয়া হলো

৩. মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

৪. মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

স্কুলগুলি থেকে মার্কশিট এবং সার্টিফিকেট ২ মে সকাল ১০ টা থেকে সংগ্রহ করা যাবে।

#madhyamikresult2025,#wbbseresult,,#class10 result,#WBBSE result,#WB Results,#WestBengalBoardResult.#MadhyamikTopper,#SuccessStories,#ExamResults

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨

ভাগ্য কি সত্যিই আপনার হাতের মুঠোয়?

জানুন এই গাছের গুনাগুন জানলে, অবাক হবেন।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে কিছু ওয়েবসাইটের Link

বাঙালির জীবন জুড়ে থাকা এক সরল সঙ্গী - উপকারী না অপকারী?

মাধ্যমিকের পরে কী,?

জানেন কী? মহাকাশের অজানা তথ্য

বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করা প্রয়োজন