বেটি বাচাও বেটি পড়াও

*সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? 

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল ভারত সরকারের একটি ক্ষুদ্র  সঞ্চয় প্রকল্প, যা "বেটি বাঁচাও, বেটি পড়াও" অভিযানের অংশ। এটি শুধুমাত্র কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তৈরি করা হয়েছে।

আরও বিস্তারিত জানতে অবশ্যই দেখুন

*এটি কাদের জন্য?

এই যোজনা শুধুমাত্র ১০ বছরের কম কন্যা সন্তানদের জন্য। সাধারণত একটি পরিবারে ২ টির বেশী একাউন্ট খোলা যাবে না। 

কিন্তু বিষেশ কিছু ক্ষেত্রে ৩ টি একাউন্ট খোলা যেতে পারে, কিছু বিশেষ ক্ষেত্রে (যেমন প্রথমবার তিনটি কন্যা সন্তান হলে বা দ্বিতীয়বার দুটি কন্যা সন্তান হলে) তৃতীয় অ্যাকাউন্টও খোলা যেতে পারে।

*সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খোলার শর্তাবলী :

* কন্যা সন্তানের বয়স ১০ বছর বা তার কম হতে হবে।

 * কন্যা সন্তানকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী হতে হবে।

 * বাবা-মা বা আইনি অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

*এই অ্যাকাউন্টে লাভজনক দিকগুলো কী কী?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে:

 * আকর্ষণীয় সুদের হার: এই প্রকল্পে বর্তমানে ৮.২% বার্ষিক হারে সুদ পাওয়া যাচ্ছে (২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত)। অন্যান্য অনেক ছোট সঞ্চয়  জেমন ফিক্সড ডিপজিট,রেকারিং ডিপোজিট ইত্যাদি প্রকল্পের তুলনায় এটি যথেষ্ট বেশি। এই সুদের হার সরকারের পক্ষ থেকে প্রতি ত্রৈমাসিকে পরিবর্তন করা হতে পারে। 

সুদের হার দেখতে এখানে ক্লিক করুন

 * কম বিনিয়োগের সুযোগ: অ্যাকাউন্টটি মাত্র ২৫০ টাকা দিয়ে খোলা যায়  তাই দরিদ্রে সীমার নিচে বসবাসকারী রা সহজেই  এই একাউন্ট খুলতে পারেন এবং বছরে সর্বনিম্ন ২৫০ টাকা জমা দিতে পারেন। এর ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারও তাদের কন্যা সন্তানের জন্য সঞ্চয়ের নিশ্চয়তা  করতে পারেন।

 * কর সুবিধা: এই প্রকল্পে বিনিয়োগে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ছাড় পাওয়া যায়। শুধু তাই নয়, অর্জিত সুদ এবং মেয়াদপূর্তির টাকাও সম্পূর্ণ করমুক্ত।

*সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট  খুলতে নিম্নলিখিত স্থানগুলিতে  খোঁজ নিয়ে দেখুন :

 * পোস্ট অফিস: ভারতের যেকোনো পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খোলা যায়।

 * অনুমোদিত ব্যাংক: ভারতের কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বরোদা (BOB), আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank), অ্যাক্সিস ব্যাংক (Axis Bank) এবং অন্যান্য নির্বাচিত ব্যাংকগুলিতে এই অ্যাকাউন্ট খোলা যায়।

*কী সব নথিপত্রের  প্রয়োজন হয়:

 * কন্যা সন্তানের জন্ম শংসাপত্র।

 * অভিভাবকের পরিচয়পত্র (যেমন আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট)।

 * অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (যেমন আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বিল)।

 * অভিভাবকের প্যান কার্ড।

 * আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

তাছাড়া আরো বিষদে জানতে আপনার নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাংকের শাখায় গিয়ে আপনি এই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

* মেয়াদ পূর্তির বা টাকা  ফেরত পাওয়ার সময়সীমা :-

সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা সাধারণত অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর মেয়াদপূর্তিতে ফেরত পাওয়া যায়। তবে, ১৮ বছর বয়সের পর মেয়ের বিয়ে বা উচ্চশিক্ষার জন্য নির্দিষ্ট শর্তে টাকা তোলা যেতে পারে। অ্যাকাউন্টধারীর মৃত্যু বা অন্য কোনো বিশেষ মানবিক কারণে পাঁচ বছর পর অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তোলা সম্ভব।

NB- এই ধরনের আরো নুতন নুতন স্কীমের খবর পেতে আমাদের পেজে কমেন্ট করুন। বা আপনার আগ্রহের কিছু থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, চেস্টা করবো আপনার আগ্রহের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে। 

#ssy, #government, #child scheme, #beti bachao beti padao,#central govt scheme,#Save Girl Child,#Educate Girl Child,#Gender Equality,#Women Empowerment,#Stop Female Foeticide,#Girl Child Rights,#Child Sex Ratio,#Stop Child Marriage,#Safe Childhood,#Sukanya Samriddhi Yojana,#Investment for Children,#Tax Benefits,#High Interest, Rate,#Long-term Investment,


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨

ভাগ্য কি সত্যিই আপনার হাতের মুঠোয়?

জানুন এই গাছের গুনাগুন জানলে, অবাক হবেন।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে কিছু ওয়েবসাইটের Link

বাঙালির জীবন জুড়ে থাকা এক সরল সঙ্গী - উপকারী না অপকারী?

মাধ্যমিকের পরে কী,?

জানেন কী? মহাকাশের অজানা তথ্য

Madhyamik Result 2025

বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করা প্রয়োজন