মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨
মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨
মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে অপ্রত্যাশিতভাবে অনেকটা ফাঁকা সময় হাতে পেলাম। এতদিন পরীক্ষার চাপের মধ্যে অন্য কিছু করার সুযোগ মেলেনি। তাই এত দীর্ঘ অবসর পেয়ে কী করব, তা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম।
অবশেষে মনে পড়ল ছোটবেলার সেই রঙিন দিনগুলোর কথা, যখন ছবি আঁকার প্রতি আমার একটা আলাদা টান ছিল। এমনকি কিছু কিছু Drawing Competition এ নাম দিতাম এবং সেগুলোতে অনেকবার প্রথম,দ্বিতীয় অথবা তৃতীয় স্থান পেয়েছিলাম।তাই আর দেরি না করে পরের দিনই বইপত্র সরিয়ে, খাতা আর রং নিয়ে বসে গেলাম। ছবি আঁকতে শুরু করার পরে বুঝলাম, এত দিন ধরে যে আনন্দটা মিস করছিলাম, সেটা যেন আবার ফিরে এল। ঘণ্টার পর ঘণ্টা কিভাবে কেটে যাচ্ছে, টেরই পাচ্ছি না। ইতিমধ্যেই বেশ কিছু ছবি এঁকে ফেলেছি।
ভিডিও দেখতে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
আঁকতে আঁকতে মনে হল, কেন না এই ছবিগুলো আমার কাছের মানুষদের সাথে ভাগ করে নেওয়া যাক? ফ্যামিলি আর বন্ধুদের কাছে আমার এই নতুন শখের কথা জানাতে ইচ্ছে হল। সেই ভাবনা থেকেই জন্ম নিল আমার ইউটিউব চ্যানেল –"Trishna's Art Space"
এখন একটা ছোট্ট দ্বিধা কাজ করছে। আমার মনে হচ্ছে যেন আঁকাগুলো ঠিকঠাক হচ্ছে না, হয়তো শুধু শুধু ভাতঘুম নষ্ট করে এতগুলো ছবি আঁকলাম! তাই সাহস করে আমার আঁকা কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম।
আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার আঁকা ভালো লাগুক বা না লাগুক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোতে লাইক দিন। আপনাদের এই সামান্য সমর্থন আমাকে আগামী দিনে আরও ভালো মানের ছবি আঁকার ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আশা করি, "Trishna's Art Space"-এর সাথে আপনারা থাকবেন এবং আমার এই নতুন পথে চলার সঙ্গী হবেন।
ধন্যবাদ।🙏
Trishna's Art Space"
Releted
#aftermadhyamik,#timepass,#trishna-art-space,#viralart,
Khub sundor Sir
উত্তরমুছুনDarun
উত্তরমুছুন02+04+1+9+8+3=27
উত্তরমুছুন