রোজগারসেবা
রোজগারসেবা পোর্টালে ভোকেশনাল আই,টি,আই, ও অন্যান্য কর্মপ্রাথীরা, নিজে নিজে মোবাইলের মাধ্যমে নাম নথিভুক্ত করে ভালো মানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবিধা পেতে পারেন। জব ফেয়ার বা চাকরি মেলা হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তারা সরাসরি একে অপরের সাথে পরিচিত হতে পারেন। এটি চাকরি খোঁজার একটি অত্যন্ত কার্যকর উপায়, বিশেষ করে যারা ভোকেশনাল, আইটিআই, বা বিভিন্ন বৃত্তিমুলক বিভাগের শিক্ষার্থীদের জন্য ।
সময় ও স্থান কর্মপ্রাথীদের সুবিধার জন্য নিচের তালিকাটি PBSSD এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।
এই চাকরি মেলা সাধারণত পশ্চিমবঙ্গর বিভিন্ন জেলার আই টি আই ও পলিটেকনিক কলেজ গুলোতে হয়েথাকে, এক বছরে কয়েকবার এই মেলা হয়ে থাকে।
কী ভাবে জানবেন :
সরকারি ওয়েবসাইট থেকে জানতে পারবেন, বা শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকেও খোঁজ খবর নিতে পারেন। বা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD) এর ওয়েবসাইটে জানা যাবে এই খানে ক্লিক করে জানতে পারবেন
অনলাইনে কীভাবে আবেদন করা যাবে :
আসুন কী ভাবে অনলাইনে আবেদন করবেন তার প্রক্রিয়া ধাপে ধাপে দেওয়া হলো।
এখানে কর্মপ্রাথীরা নিজের মোবাইল থেকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD) এর ওয়েবসাইটে গিয়ে
*Rojgar Seva অপশনে যান একটি নুতন পেজ খুলে যাবে সেখানে স্ক্রিনের বাম দিকের কোনায় JOB-SEEKERS অপশনের নিচে
*OTP LOGIN FOR ACTIVE POOL TRAINEE অপশনে ক্লিক করুন একটি নুতন পেজ চলে আসবে ইউজার টাইপে ট্রেনি সিলেক্ট করুন.।
*তারপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার যেনাম্বার টি আপনার ভোকেশনাল বা ট্রেনিং এর রেজিষ্ট্রেশন করা আছে সেই নাম্বার টি টাইপ করুন ও ক্যাপচা কোড দিন।
*আপনার মোবাইলে একটা OTP যাবে OTP টাইপ করে সাবমিট বটনে চাপ দিন।
*আপনার কিছু তথ্য দেখতে পাওয়া যাবে, সেগুলো যাচাই করে আপনার সাম্প্রতিক তোলা একটি রঙিন ফটো ( JPG Image) আপলোড করতে হবে তারপর দেখুন সাধারণ কিছু তথ্য চাইবে, ইমেইল, আধার মোবাইল নাম্বার, সঠিক তথ্য দিয়ে সম্পুর্ন ফর্মটি পুরন করে ভালো করে যাচাই করে নিন।
*রাজ্যের মধ্যে চাকরি করতে আগ্রহী না অন্য রাজ্যগুলোতেও চাকরি করতে আগ্রহী, সম্পুর্ন তথ্য গুলো সম্পুর্ন করে চেক বক্সে টিক দিন ও সাবমিট করুন।
আপনার আবেদন টি সম্পুর্ন হয়ে গেলে বাম দিকে ড্যাসবোর্ডের নিচে কয়েকটি অপশন দেখতে পাবেন সেখানে আপনি কোন চাকুরী মেলায় অংশগ্রহণ করতেইচ্ছুক একাধিক মেলায় অংশ গ্রহণ করার জন্যেও আবেদন করা যাচ্ছে। এই ভাবে রেজিষ্ট্রেশন সম্পুর্ন হয়ে গেলে সাইন আউট করে বেরিয়ে আসুন।
যাদের আগের থেকেই PBSSD তে রেজিষ্ট্রেশন করা আছে তারা Sign in for Registered Trainee অপশনে ক্লিক করে রেজিষ্ট্রেশন নাম্বার ও জন্মের তারিখ সঠিক ভাবে বসান তারপর Login করে সমস্ত তথ্য সম্পুর্ন করুন আগের অনুথাযায়ী ।
যাদের মোবাইল নাম্বার জোগ নাই বা হারিয়ে গেছে তারা Register for Others এ গিয়ে আপনার সম্পুর্ন তথ্য ভরুন ও উপরে দেওয়া নিয়মেই সম্পুর্ন ফর্মটি সাবমিট করুন। অফিসিয়াল ওয়েবসাইটে আরো বিস্তারিত জানুন। ইন্টারভিউর সময় আপনার আধার, বায়োডাটা,ফটো, ট্রেনিংএর সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাশবুক নিয়ে যাবেন। বা আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
ফর্ম পুরন করতে কারো কোনও রকম অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে লিখুন। যথাসাধ্য ফর্ম পুরন করতে সাহায্যে করবো।
#rojgarseva,#jobfair,#freejob,#8thpassjob,#wbjob,#itijob,#technicaljob,#vocationaljob,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন