মাধ্যমিকের পর অবসর: রঙ তুলিতে নতুন ভুবনের সন্ধান এবং "Trishna's Art Space" এর জন্ম🎨 মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে অপ্রত্যাশিতভাবে অনেকটা ফাঁকা সময় হাতে পেলাম। এতদিন পরীক্ষার চাপের মধ্যে অন্য কিছু করার সুযোগ মেলেনি। তাই এত দীর্ঘ অবসর পেয়ে কী করব, তা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম। অবশেষে মনে পড়ল ছোটবেলার সেই রঙিন দিনগুলোর কথা, যখন ছবি আঁকার প্রতি আমার একটা আলাদা টান ছিল। এমনকি কিছু কিছু Drawing Competition এ নাম দিতাম এবং সেগুলোতে অনেকবার প্রথম,দ্বিতীয় অথবা তৃতীয় স্থান পেয়েছিলাম।তাই আর দেরি না করে পরের দিনই বইপত্র সরিয়ে, খাতা আর রং নিয়ে বসে গেলাম। ছবি আঁকতে শুরু করার পরে বুঝলাম, এত দিন ধরে যে আনন্দটা মিস করছিলাম, সেটা যেন আবার ফিরে এল। ঘণ্টার পর ঘণ্টা কিভাবে কেটে যাচ্ছে, টেরই পাচ্ছি না। ইতিমধ্যেই বেশ কিছু ছবি এঁকে ফেলেছি। ভিডিও দেখতে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন আঁকতে আঁকতে মনে হল, কেন না এই ছবিগুলো আমার কাছের মানুষদের সাথে ভাগ করে নেওয়া যাক? ফ্যামিলি আর বন্ধুদের কাছে আমার এই নতুন শখের কথা জানাতে ইচ্ছে হল। সেই ভাবনা থেকেই জন্ম নিল আমার ইউটিউব চ্যানেল –"Trishna...
ভাগ্য কি সত্যিই আপনার হাতের মুঠোয়? সংখ্যাতত্ত্বেরমাধ্যমে জেনে নিন আপনার জীবনের সেই বিশেষ সংখ্যাটি, যা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।" আমরা প্রায় প্রতিমুহূর্তে আমাদের ভাগ্যে যাচাই করার চেষ্টা করি। তাই কোনো রকম নাম্বারের সাথে যুক্ত পন্য কেনার ক্ষেত্রে যেমন ল্টারী,মোবাইলের সিম নাম্বার, গাড়ির নাম্বার তখন আমরা আমাদের লাকী নাম্বারের পন্যটি খোঁজার চেষ্টা করে থাকি। আর নিজের লাকী নাম্বারের সাথে ম্যাচিং পন্য পেয়ে থাকলে মনের মধ্যে একটা খুশির অনুভুতি প্রকাশ পায়। যারা ভাগ্যে বা জোতিষ শাস্ত্রে বিশ্বাসী তাদের কাছে শুভ সংখ্যা বা ( #Lucky Number,) একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে নিজের শুভ সংখ্যা নিজেই বিচার করার কিছু কৌশল। সবার শুভ সংখ্যা নিজের নিজের জন্ম তারিখেই লুকিয়ে আছে । সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি সংখ্যার একটি বিশেষ অর্থ আছে এবং এটি আপনার ব্যক্তিত্ব ও ভাগ্যকে প্রভাবিত করতে পারে। এমনই ভাগ্যে বিশ্বাস করেন প্রায় ৯০ শতাংশ মানুষ। আপনার জন্ম তারিখ থেকে আপনার শুভ সংখ্যা খুঁজে পাওয়ার পদ্ধ...
খুবই গুনকারী একটি গাছ এই গাছের গুনা গুন জানতে অবশ্যই সম্পুর্ন অনুচ্ছেদ টি ভালো করে খতিয়ে পড়ুন। দিন ও রাতে অক্সিজেন সরবরাহ করে এমন অনেক গাছ আছে কিন্তু তার মধ্যে স্নেক প্ল্যান্ট (Snake Plant) হলো একটি বিশেষ উল্লেখযোগ্য প্ল্যান্ট কারন এই গাছ বিনা যত্নে বেড়ে ওঠা একটি জনপ্রিয় এবং সহজে পরিচর্যা করা যায় এমন একটি গৃহস্থালী গাছ। :* অন্যান্য নাম : * কেউ কেউ আবার মনে করেন এই গাছ থেকে বিশেষ কোনো গন্ধ বার হয় তাই এই গাছ বাড়িতে থাকলে সেই 'বাড়িতে ভুলেও সাপ ঢোকে না। তাই একে সাপ তাড়ানো গাছ বলা হয়ে থাকে। * তা ছাড়া এর লম্বা জীহ্বার মতো পাতার জন্য শাশুড়ীর জিভ নামেও পরিচিত। * উপকারীতা : * গাছ সাধারণত দিনের বেলায় অক্সিজেন ত্যাগ করে কিন্তু এই গাছটি রাতেও অক্সিজেন ত্যাগ করে এবং বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস পরিশোধন করে পরিবেশকে দূষণ মুক্ত করতে সাহায্যে করে টক্সিনের মতো ক্ষতিকারক গ্যাস দূর করতে সাহায্য করে। * উৎপত্তি: * পশ্চিম আফ্রিকা, এখন ভারত বাংলাদেশে প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। * বৈশিষ্ট্য: *...
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE) ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা আগামী ৭ই মে, ২০২৫ তারিখে ঘোষণা করবে। এইদিন প্রাথমিকভাবে দুপুর সাড়ে ১২টায় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। তারপর, বেলা ২টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন। আরও বিস্তারিত জানতে কাউন্সিলর ওয়েবসাইট দেখুন অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম: অনলাইনে রেজাল্ট দেখার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট গুলিতে ভিজিট করতে পারেন। রেজাল্ট প্রকাশের সময় ওয়েবসাইটগুলোতে বেশি ট্র্যাফিক থাকার কারণে সামান্য সময় লাগতে পারে। ধৈর্য ধরুন এবং কয়েকবার চেষ্টা করুন। বিভিন্ন Link এ রেজাল্ট দেখার চেষ্টা করুন। * অফিসিয়াল ওয়েবসাইট: অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট * রেজাল্ট দেখতে অন্যান্য ওয়েবসাইট গুলো নিচে দেওয়া হলো : * এই খানে পর্যদের ঘোষিত একাধিক Link রেজাল্ট দেখার জন্য আপনাকে নিম্নলিখিত তথ্যগুলি প্রস্তুত রাখতে হবে: * আপনার রোল নম্বর * আপনার জন্ম তারিখ (প্রয়োজন হতে পারে) ওয়েবসাইটে প্রবেশ করার পর, "Higher Second...
JHALMURI বাঙালির জীবন জুড়ে থাকা এক সরল সঙ্গী - উপকারী না অপকারী? ছোট্ট অথচ শক্তিশালী এক খাদ্যশস্য, জড়িয়ে আছে প্রতিটি বাঙালির দৈনন্দিন জীবনের সাথে। আমাদের সংস্কৃতিতে এর স্থান এত গভীরে প্রোথিত যে, একটি প্রবাদ প্রচলিত আছে - "রাগে মুড়ি, রোগে মুড়ি, শোকে মুড়ি, বিপদে-আপদে মুড়ি।" সত্যিই তো, বাঙালির ঘরে এমন একটি দিন খুঁজে পাওয়া কঠিন যেখানে মুড়ির দেখা মেলেনি। সকালের চায়ের সঙ্গী থেকে শুরু করে সন্ধ্যার হালকা জলখাবার, কিংবা হঠাৎ আসা অতিথির আপ্যায়ন – মুড়ি যেন সর্বদা প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, এই বহুল প্রচলিত এবং সহজলভ্য খাদ্যটি কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এর কিছু অপকারিতাও রয়েছে? মুড়ি আসলে মুড়ির চাল থেকে তৈরি হয়। হাতে ও মেশিনে মুড়ি ভাজা হয়। মুড়ির চালের তৈরিএই হালকা রূপটি কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস। এটি দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে, তাই দুর্বল লাগলে বা হালকা খিদে মেটাতে অনেকেই মুড়ি খেয়ে থাকেন। এছাড়া, মুড়িতে সামান্য পরিমাণে প্রোটিন, ফাইবার এবং কিছু ভিটামিন ও খনিজও পাওয়া যায়। এটি সহজে হজমযোগ্য হওয়ায় অসুস্থ ব্যক্তিদের জন্যও একটি উপযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয়। ...
আর কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে, বর্তমান সময়ে সরকারি চাকরির প্রতিযগিতা অনেক বেশি, থাকায়, মাধ্যমিকের পরে কী নিয়ে পড়াশোনা করবে সেটা প্রায় সমস্ত অভিভাবক ও ছাত্র ছাত্রী দের মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে থাকে। মাধ্যমিকের পরে ভোক্যাশনাল বা কারিগরি শিক্ষা একটি ভালো বিকল্প দিক হতে পারে। বিশেষ করে যদি আপনার নিদিষ্ট কোনো আগ্রহের দিক থাকে তাহলে ভোক্যাশনাল নিয়ে পড়াশোনা করে বেশ কিছু সুবিধা রয়েছে। * সুবিধাগুলো শিক্ষার্থীদের কর্মমুখী হতে এবং দ্রুত জীবিকা অর্জন করতে সাহায্য করে। নিচে কয়েকটি প্রধান সুবিধা উল্লেখ করা হলো: কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি: * ভোকাশনাল কোর্সগুলি সাধারণত নির্দিষ্ট শিল্প বা পেশার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে । এর ফলে কোর্স শেষ করার পরেই শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ে। এই ধরনের কোর্সে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে প্রাক্টিক্যাল প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ করার সুযোগ পায়, যা তাদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। পশ্চিমবঙ্গ তথা...
মহাকাশ হলো এমন একটি রহস্যময় স্থান যা আমাদের কল্পনাকেও হার মানায়। এখানে প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র আবার নুতন নুতন গ্রহ নক্ষত্রের জন্মও হচ্ছে। কোথাও গভীর অন্ধকারে ডুবে আছে আবারও কোথাও আলোকের সুন্দর দৃশ্য, এই মহাকাশের শেষ বা শুরু নেই, এখানে আমাদের পৃথীবির বালুকনার থেকেও গ্রহ নক্ষত্র গ্লাক্সির সংখ্যা অনেক অনেক বেশী, এখানে মহাকাশের কিছু অজানা তথ্য তুলে ধরা হলো: স্পেস স্টেশন থেকে পৃথিবি কে দেখতে এখানে ক্লিক করুন : * নক্ষত্রের সংখ্যা: * পৃথিবীতে যতগুলো বালির কণা আছে, মহাকাশে তার চেয়েও অনেক অনেক বেশি সংখ্যক গ্রহ নক্ষত্র রয়েছে কোনো কোন নক্ষত্রের কয়েক শতাব্দী আগেই ধ্বংস হয়েছে কিন্ত তার আলো আজও দেখতে পাই। * ব্ল্যাকহোল : এটি মহাকাশের একটি অত্যাশ্চর্য ঘটনা, যখন একটি বিশাল নক্ষত্র তার শেষ অবস্থায় চলে যায় ও ধ্বংস হয়ে যায় তখনই ব্লাকহোলের সৃষ্টি হয়ে থাকে। ধ্বংসের পরে নক্ষত্রের আকার ছোট বা সংকুচিত হয়ে যায় আর এর আলো থাকে না। আলো না থাকার ফলে ব্ল্যাক হোল অদৃশ্য কারন ...
অবশেষে অপেক্ষার অবসান! মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২ মে, ২০২৫। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা। " অবশেষে প্রতিক্ষার প্রহর গোনা শেষ" পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ( WBBSE ) মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। 02/05/2025 তারিখে, "অবশেষে অপেক্ষার অবসান"মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে 02/05/2025 ছাত্র ছাত্রী তথা অভিভাবকদের মধ্যে একটা চাপা আবেগ, মাধ্যমিক পরিক্ষার জন্য দীর্ঘদিনের একটা প্রস্তুতি, রাতজেগে পড়াশোনা, টিউশন থেকে ফিরে আর স্কুলের টাইমে স্কুলে ঢুকতে হবে, বিকালে কোচিং, খাওয়ার নাওয়ার জন্য সময় টুকুও বোধহয় হারিয়ে গিয়েছিল, অবশেষে কঠোর পরিশ্রমের ফল প্রকাশ হতে চলেছে। মাধ্যমিক পরিক্ষার রেজাল্টের গুরুত্ব অনেক বেশি কারন এই ফলাফল শুধু একটি সংখ্যা বা গ্রেড নয়, এই রেজাল্টের উপর নির্ভর করছে জীবনের প্রতিষ্ঠিত হবার ধাপ গুলো। মাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২ মে, ২০২৫ তারিখে প্রকাশিত হবে। সকাল ৯টায় একটি সাংবাদিক সম্মেল...
প্রতিটি পিত মাতা কে শিশুদের সঙ্গে ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার । না হলে আপনার আজকের আচরণ ভবিষ্যতে আরও বিস্তারিত রূপে আপনার বাচ্চার মধ্যে ফুটে উঠবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো: * ভালোবাসা: #love, শিশুদের প্রতি ভালোবাসা দেখানো খুবই জরুরি একটা বিষয় । তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তাদের অনুভূতিকে সম্মান করতে হবে। * যত্ন : #care, * ধৈর্য: শিশুদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য রাখা খুব দরকার। তারা অনেক সময় ধীরে ধীরে কথা বলে বা তাদের কথা বোঝাতে অসুবিধা হতে পারে। তাই তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। * প্রশংসা ও উৎসাহ: শিশুদের ভালো কাজের জন্য প্রশংসা করা উচিত। তাদের ছোট ছোট সাফল্যেও উৎসাহ দিন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে। * কথা বলার সময় মনোযোগ দেওয়া: শিশুদের কথা বলার সময় তাদের দিকে মনোযোগ দিন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনলে তারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। * ইতিবাচক ভাষা ব্যবহার করা: শিশুদের সঙ্...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন