Basic Electrics & Electronicks
বিদ্যুৎ শক্তি কী?
অদৃশ্য ইলেক্ট্রনের কনা গুলো যখন কোন বস্তুর (আধারের) মধ্যে স্রোতের সৃষ্টি করে একদিক থেকে অন্যদিকে পরিবাহীত হয় সেটাই বিদ্যুৎ শক্তি।
বিদ্যুৎ হলো এমন এক অদৃশ্য শক্তি এর ফলে রূপান্তরিত শক্তির অনুভূতি লক্ষ্য করা যায়।
যেমন আলো জ্বলে, পাখা চলে , তাপ উৎপন্ন হয় ইত্যাদি ইত্যাদি।
বিদ্যুৎ কয় প্রকার :
বিদ্যুৎ দুই প্রকারের ১)স্থির বিদ্যুৎ, ২) চল বিদ্যুৎ
১) স্থির বিদ্যুৎ: এই বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সে
খান থেকে স্থান পরির্বতন করতে পারেনা।
ঘর্ষনের ফলে উৎপন্ন হয়।
২) চল বিদ্যুৎ : ইলেক্ট্রনের স্রোতের ফলে উৎপন্ন হয়ে পরিবাহীর মধ্যে প্রবাহিত হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়।
চল বিদ্যুৎ আবার দুই ভাগে বিভক্ত
১)অল্টারনেটিভ কারেন্ট (AC Current), ২)ডাইরেক্ট কারেন্ট (DC Current)
১) অল্টারনেটিভ কারেন্ট : বিদ্যুৎ প্রবাহের সময় প্রতি মুহূর্তে বিদ্যুৎ প্রবাহের অভিমুখ পরির্ববতন হয়। আমাদের বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তা অল্টারনেটিভ কারেন্ট।
২) ডাইরেক্ট কারেন্ট : এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের গতি সবসময়ই একমুখী হয়।
ব্যাটারির থেকে প্রাপ্ত বিদ্যুৎ ডাইরেক্ট কারেন্টের উদাহরন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন