
বেটি বাচাও বেটি পড়াও * সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল ভারত সরকারের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, যা "বেটি বাঁচাও, বেটি পড়াও" অভিযানের অংশ। এটি শুধুমাত্র কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তৈরি করা হয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই দেখুন *এটি কাদের জন্য? এই যোজনা শুধুমাত্র ১০ বছরের কম কন্যা সন্তানদের জন্য। সাধারণত একটি পরিবারে ২ টির বেশী একাউন্ট খোলা যাবে না। কিন্তু বিষেশ কিছু ক্ষেত্রে ৩ টি একাউন্ট খোলা যেতে পারে, কিছু বিশেষ ক্ষেত্রে (যেমন প্রথমবার তিনটি কন্যা সন্তান হলে বা দ্বিতীয়বার দুটি কন্যা সন্তান হলে) তৃতীয় অ্যাকাউন্টও খোলা যেতে পারে। *সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খোলার শর্তাবলী : * কন্যা সন্তানের বয়স ১০ বছর বা তার কম হতে হবে। * কন্যা সন্তানকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী হতে হবে। * বাবা-মা বা আইনি অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। *এই অ্যাকাউন্টে লাভজনক দিকগুলো কী কী? সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে: * আকর্ষণীয় সুদের হার: এই প্রকল্পে বর্তমানে ৮.২% বার্ষিক ...